ভিন্ন ঘটনার ভিডিও ব্যবহার করে জামায়াতের নামে অপপ্রচার

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে দাবি করা হচ্ছে, “পাকিস্তান জিন্দাবাদ স্লোগান সন্দ্বীপে জামায়াতের কেরাত সম্মেলনে।”

বিএনপি ও আওয়ামীপন্থী কিছু পেজ থেকে উক্ত দাবিতে ভিডিওটি প্রচার করা হচ্ছে।
দেখুন এখানে https://www.facebook.com/share/r/17k6MvtcDj/
আর্কাইভ https://archive.ph/OCZUn

যাচাইয়ে দেখা যায়, উক্ত কেরাত সম্মেলনের সাথে বাংলাদেশ জামায়াত ইসলামীর কোন যোগসূত্র নেই।

কি-ওয়ার্ড সার্চ করলে ইনসাফ নামক একটি পোর্টালে “৩০ নভেম্বর সন্দ্বীপে ৫ম আন্তর্জাতিক কেরাত সম্মেলন” শিরোনামে একটি প্রতিবেদন ( https://insaf24.com/news/24/11/2025/238609 ) পাওয়া যায়।
প্রতিবেদন থেকে জানা যায়, “সাওতুল কুরআন ইনিস্টিউটের ব্যবস্থাপনায় সন্দ্বীপে আন্তর্জাতিক কোরআন তিলাওয়াত সংস্থা (ইক্বরা’র) উদ্যোগে ৩০ নভেম্বর সন্দ্বীপে ৫ম আন্তর্জাতিক কেরাত সম্মেলন হবে।”

সন্দ্বীপে দেশি-বিদেশি ক্বারীদের আগমন ঘটে কেরাত সম্মেলনে। বিদেশিদের মধ্যে মিশর, ইরান, পাকিস্তান ও ফিলিপাইনের বিশিষ্ট ক্বারী, শাইখ আহমদ আল জাওহারি, ক্বারী মাহদী গুলামনেজাদ, ক্বারী আনোয়ারুল হাসান শাহ বুখারী ও ক্বারী মুহাম্মদ নাজির আসগার উপস্থিত ছিলেন।
কেরাত সম্মেলনে পাকিস্তানের ক্বারী যখন তিলাওয়াতের জন্য আসেন তার আগে পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দেয়।

উক্ত অনুষ্ঠানের সাথে বাংলাদেশ জামায়াত ইসলামীর কোন যোগসূত্র খুঁজে পাওয়া যায়নি।

Facebook
X
LinkedIn
Telegram
WhatsApp
Email