সম্প্রতি Roumari- রৌমারি নামের বিএনপিপন্থী ভুঁইফোড় পেজ থেকে একটি ফটোকার্ড পোস্ট করে দাবি করা হচ্ছে, “ঢাকা-১৬ আসনের জামায়াত ইসলাম মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আব্দুল বাতেনের মালিকানাধীন লাজফার্মাকে নকল ওষুধ বিক্রয়ের দায়ে ২ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।”
দেখুন এখানে https://www.facebook.com/share/p/17p873x3aA/
আর্কাইভ https://archive.ph/X1iyt
যাচাইয়ে দেখা যায়, ঢাকা-১৬ আসনের জামায়াত মনোনীত প্রার্থী আব্দুল বাতেন উক্ত ঘটনার সাথে জড়িত নন।
ফটোকার্ডে সময় টিভির পোস্টের স্ক্রিনশট যুক্ত করা হয়েছে।সেই সূত্র ধরে সময় টিভির “নকল ওষুধ বিক্রির দায়ে লাজফার্মাকে ২ লাখ টাকা জরিমানা” শিরোনামে একটি প্রতিবেদন( https://www.somoynews.tv/news/2025-11-30/ET3svsPT ) পাওয়া যায়। প্রতিবেদন থেকে জানা যায়, “গত ৩০ নভেম্বর টাঙ্গাইল শহরের আকুরটাকুর পাড়া এলাকায় নকল ওষুধ বিক্রির দায়ে লাজফার্মাকে ২ লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার অধিদপ্তর।”
প্রতিবেদনের কোথাও ঢাকা-১৬ আসনের জামায়াত ইসলাম মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আব্দুল বাতেনের মালিকানাধীন লাজফার্মা উল্লেখ নেই।
বিষয়টি আরো যাচাইয়ে লাজফার্মার অফিসিয়াল ওয়েবসাইটে দেখা যায় লাজফার্মার বর্তমান চেয়ারম্যান সায়েদা মাহফুজা রহমান এবং ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ লুৎফর রহমান।
দেখুন এখানে https://www.lazzpharma.com/About…
লাজ ফার্মার স্বত্বাধিকারী মোহাম্মদ লুৎফর রহমান ঢাকা-১৬ আসনের জামায়াত মনোনীত প্রার্থী আব্দুল বাতেন নন।
দেখুন এখানে https://www.tbsnews.net/…/%E0%A6%AB…/news-details-64009
