চৌদ্দগ্রামে বিএনপি-জামায়াত সংঘর্ষের ঘটনায় জামায়াতকে জড়িয়ে একাধিক ভুয়া ফটোকার্ড প্রচার

গত ২৩ নভেম্বর কুমিল্লার চৌদ্দগ্রামে বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে জামায়াত নেতা-কর্মীদের সংঘর্ষ হয়েছে। জগন্নাথদীঘি ইউনিয়নের বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে জাতীয় ও স্থায়ীয় বেশ কয়েকটি গণমাধ্যমের নাম ও লোগো ব্যবহার করে কুমিল্লা-১১ আসন তথা চৌদ্দগ্রামে বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ও জামায়াতকে জড়িয়ে ৬ টি ফটোকার্ড পাওয়া যায়।

Md Sumon Mridha( https://www.facebook.com/md.sumon.mridha.765395 ) নামের বিএনপিপন্থী প্রোফাইলে একটি পোস্টে সবগুলো ফটোকার্ড পাওয়া যায়।
কালবেলার নামে প্রচারিত ফটোকার্ডে দাবি করা হয়, ‘চৌদ্দগ্রামে বিএনপির পার্টি অফিস ভাঙচুর ডা: তাহেরের নির্দেশে’
সময় টিভির নামে প্রচারিত ফটোকার্ডে বলা হয়েছে, ‘ডা: তাহেরের নির্দেশে বিএনপি কর্মীর বাড়ি ঘর ভাঙচুর চৌদ্দগ্রামে’
যমুনা টিভির নামে প্রচারিত ফটোকার্ডে দাবি করা হয়েছে, ‘চৌদ্দগ্রামে ডা: আবদুল্লাহ মুহাম্মদ তাহের নির্দেশে যুবদল কর্মীর বাড়ি ঘর ভাঙচুর।’
কুমিল্লা জার্নালের নামে প্রচারিত ফটোকার্ডে বলা হয়েছে, ‘চৌদ্দগ্রাম বিএনপির কর্মীর বাড়ি গর ভাঙচুর আবদুল্লাহ মুহাম্মদ তাহের নির্দেশে’
ডিআরবি নিউজের নামে প্রচারিত ফটোকার্ডে উল্লেখ করা হয়, ‘ডা: তাহেরের নির্দেশে বিএনপি কর্মীর বাড়ি ঘর ভাঙচুর চৌদ্দগ্রামে’
কালের কণ্ঠের নামে প্রচারিত ফটোকার্ডে উল্লেখ করা হয়েছে, ‘চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির আজ সন্ধ্যা ছয় ঘটিকার সময়,, গুণবতী ইউনিয়ন ১ নং ওয়ার্ড, কালিয়াতল বাজারে,, জামাত-শিবিরের সন্ত্রাসীরা,, বিএনপির দলীয় অফিস ভাঙচুর করেছে।’
দেখুন এখানে https://www.facebook.com/share/p/17RaReCCMN/ আর্কাইভ https://archive.ph/Fbt77

যাচাইয়ে দেখা গেছে, চৌদ্দগ্রামে গত ২৩ নভেম্বর সংঘর্ষের ঘটনায় যমুনা টেলিভিশন, সময় টেলিভিশন, কালের কণ্ঠ, কালবেলা, ডিআরবি নিউজ এবং কুমিল্লা জার্নাল এমন কোনো ফটোকার্ড প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, গণমাধ্যমগুলোর ফটোকার্ড ডিজাইন প্রযুক্তির সহায়তায় নকল করে আলোচিত দাবি সংবলিত ফটোকার্ডগুলো তৈরি করা হয়েছে।
তাছাড়া আলোচিত ফটোকার্ডগুলোর সাথে গণমাধ্যমগুলোর প্রচলিত ফটোকার্ডের ডিজাইনের কোন মিল নেই।

সুতরাং, জামায়াতকে নিয়ে প্রচারিত ফটোকার্ডগুলো ভুয়া ও বানোয়াট।

Facebook
X
LinkedIn
Telegram
WhatsApp
Email