সম্প্রতি, আওয়ামী এবং বিএনপিপন্থী কিছু পেজ এবং প্রোফাইলে ডিবিসি নিউজের ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড প্রচার করে দাবি করা হচ্ছে, “বর্তমানে বিশ্ববিদ্যালয়ের যে মেয়েরা আছে তাদের চরিত্র ঠিক নাই জামাতি আমীর”

প্রচারিত পোস্ট দেখুন এখানে https://www.facebook.com/share/p/1BeFuQ9HZF/
আর্কাইভ https://archive.ph/v5CMi

ডিবিসি নিউজ এসংক্রান্ত কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, গত ২৫ নভেম্বর ডিবিসি নিউজ কর্তৃপক্ষ তাদের ফেসবুক পেজে জামায়াত আমীরের ভিন্ন একটি মন্তব্য নিয়ে একটি ফটোকার্ড( https://www.facebook.com/share/p/1GtBuZqP6f/ ) প্রকাশ করে। সেই ফটোকার্ডটি ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনা করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

সুতরাং, “বর্তমানে বিশ্ববিদ্যালয়ের যে মেয়েরা আছে তাদের চরিত্র ঠিক নাই” দবিতে ডিবিসি নিউজের নামে প্রচারিত ফটোকার্ডটি সম্পাদিত।

Facebook
X
LinkedIn
Telegram
WhatsApp
Email