জামায়াতের আমির ড. শফিকুর রহমানকে জড়িয়ে যুগান্তর এর নামে ভুয়া ফটোকার্ড প্রচার

সম্প্রতি, “দিল্লিতে বসেই হাদি হত্যার পরিকল্পনা! জামায়াতের আমিরের সাথে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের ছবি ফাঁস করল বিশ্বখ্যাত গণমাধ্যম রয়টার্স।” শিরোনামে প্রথম সারির গ্ণমাধ্যম যুগান্তর এর ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযযোগ মাধ্যমে।

বিএনপিপন্থী পেজ এবং প্রোফাইল থেকে ফটোকার্ডটি পোস্ট করা হয়।

দেখুন এখানে : https://archive.ph/c4cTQ

যাচাইয়ের শুরুতে ফটোকার্ডটি লক্ষ্য করলে যুগান্তর এর লোগো এবং প্রকাশের তারিখ হিসেবে ১ জানুয়ারী ২০২৬ দেখা যায়। উক্ত সূত্র ধরে যুগান্তর এর অফিসিয়াল ফেসবুক পেজ পর্যবেক্ষন করে উক্ত দাবিতে কোন ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি এবং ওয়াবসাইটেও উক্ত দাবিতে কোন নিউজ খুঁজে পাওয়া যায়নি।

যাচাইয়ে দেখা যায়, রয়টার্স জামায়াত আমিরকে জড়িয়ে এমন কোন সংবাদ প্রকাশ করেনি এবং যুগান্তরও এমন কোন ফটোকার্ড প্রকাশ করেনি। ফটোকার্ডটি ডিজিটাল প্রযুক্তির সাহায্যে সম্পাদনা করে তৈরি করা হয়েছে। যুগান্তর এর প্রচলিত ফটোকার্ডের সাথে আলোচিত ফটোকার্ডের ডিজাইনের মিল নেই রয়েছে ফন্টের ভিন্নতা।

সুতরাং, জামায়াত আমিরকে নিয়ে আলোচিত ফটোকার্ডটি ভুয়া।

Facebook
X
LinkedIn
Telegram
WhatsApp
Email