বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভেরিফাইড পেইজ থেকে দাবি করা হয়, ৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে (৩০০ ফুট মহাসড়ক) এয়ারপোর্ট রোড ও সংলগ্ন এলাকায় সৃষ্ট সকল বর্জ্য পরিস্কার করেছে বিএনপি। ঢাকা ফ্যাক্টচেক থেকে বিষয়টি সম্পর্কে খোঁজ নিলে জানা যায়, বিএনপির সকল বর্জ্য পরিষ্কারের বিষয়টি সত্য নয়। বিএনপি’র কর্মসূচিতে কিছু বর্জ্য পরিষ্কার করা হয় তবে সকল বর্জ্য পরিষ্কার করেনি বিএনপি। কারণ একই দিন একই স্থান থেকে ২০ টি ট্রাকে ১৪৮ টন বর্জ্য পরিষ্কার করেছে ঢাকা মহানগর উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)।
বিএনপির পক্ষ থেকে গণমাধ্যমগুলোতে প্রেস বিজ্ঞপ্তিও পাঠানো হয় বর্জ্য পরিষ্কারের বিষয়ে। বিভিন্ন গণমাধ্যমে ফলাও করে প্রচার করে প্রচার করা হয় যে, ‘৩০০ ফিটের সকল বর্জ্য অপসারণ করেছে ঢাকা মহানগর উত্তর বিএনপি’। শীর্ষস্থানীয় গণমাধ্যমগুলোতে প্রায় একই রকম সংবাদ প্রচার করা হয়। যা অসত্য।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) পেইজ থেকে বলা হয়, বিএনপির স্থানীয় কিছু নেতাকর্মী স্বেচ্ছায় ডিএনসিসির পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে পরিচ্ছন্নতা কাজে সহযোগিতা করেন। বর্জ্য অপসারণ কার্যক্রমে ডিএনসিসির ৩৫০ জন পরিচ্ছন্নতাকর্মী অংশগ্রহণ করেন। পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে ২০টি ট্রাকের মাধ্যমে মোট ১৪৮টি ট্রিপে সংগৃহীত বর্জ্য রাজধানীর আমিনবাজার ল্যান্ডফিলে নিরাপদভাবে ডাম্পিং করা হয়।
