“আমি ভ্যান টাইনা টাইনা দিনে দুই থেকে তিনবার যাওয়া আসা কইরা ময়লা টানি। এখন মাস গেলে যদি আমার ৬ থেকে ৭ হাজার টাকা চান্দা দেওয়া লাগে তাইলে আমি খাব কী।”
রাজধানীর মিরপুরে চাঁদাবাজির প্রতিবাদে রাস্তায় নেমেছেন বাসা বাড়ি থেকে আবর্জনা সংগ্রহকারী ভ্যান চালকেরা।
তাদের ভাষ্য তাদের কাছ থেকে মোটা টাকার চাঁদা দাবি করছেন স্থানীয় রাজনীতিকরা।
রোববার সকাল ১০টার দিকে মিরপুর ১০ নম্বরে এলাকায় আবর্জনা বোঝাই কয়েকটি ভ্যান তারা রাস্তার উপর আড়াআড়ি করে রেখে যান চলাচল বন্ধ করার চেষ্টা করেন।
পুলিশের মিরপুর ট্রাফিক বিভাগের উপ কমিশনার মোহাম্মদ ছানোয়ার হোসেন বলেন, “কিছু পরিচ্ছন্নতা কর্মী রাস্তায় ভ্যান রেখে যান চলাচল ব্যাহত করে। সকাল ১০টার দিকে তারা সড়ক অবরোধ করে। ২০-২৫ মিনিট পর পুলিশ তাদের সিটি করপোরেশনের কার্যালয় নিয়ে যায়।”
মিরপুর মডেল থানার ওসি সাজ্জাদ রোমান বলেন, “ভ্যানওয়ালাদের অভিযোগ, তারা ভ্যান নিয়ে বের হলেই কারা যেন তাদের কাছ থেকে ১০০ থেকে ২০০ টাকা চাঁদা দাবি করে।
“তবে আরেকটা বিষয় হচ্ছে, তারা সিটি করপোরেশনের নির্ধারিত জায়গার বাইরে ময়লা রাখে, সেটা স্থানীয়রা পছন্দ করেন না। এটা নিয়েই মূলত ঝামেলাটা। পরে আমরা তাদের বুঝিয়ে সিটি করপোরেশনের অফিসে পাঠিয়েছি।”
মোহাম্মদ ফারুক নামে একজন পরিচ্ছন্নতা কর্মী বলেন, তিনি একটি গলির প্রায় ৩৫টি ভবন থেকে ময়লা অপসারণ করেন। সব মিলিয়ে প্রায় তিনশ ফ্ল্যাটের ময়লা টানেন তিনি।
“আমি ভ্যান টাইনা টাইনা দিনে দুই থেকে তিনবার যাওয়া আসা কইরা ময়লা টানি। এখন মাস গেলে যদি আমার ৬ থেকে ৭ হাজার টাকা চান্দা দেওয়া লাগে তাইলে আমি খাব কী।”
গত সপ্তাহে ঢাকার কারওয়ান বাজারে চাঁদাবাজির প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন কর্মসূচিতে অতর্কিতে হামলা চালিয়ে মারধর করে একদল লোক।
তখন ব্যবসায়ীরা বলেন, ওই এলাকায় কয়েক মাস ধরে চাঁদাবাজি শুরু হওয়ায় তারা প্রতিবাদ জানাতে জড়ো হয়েছিলেন। মানববন্ধন কর্মসূচি শুরুর কিছুক্ষণ পর হঠাৎ করে তাদের ওপর হামলা করা হয়।
ব্যবসায়ীরা হামলায় যুবদলের নেতাকর্মীদের জড়িত থাকার অভিযোগ করলেও বিষয়টি নিশ্চিত করেনি পুলিশ।
