লক্ষ্মীপুরে মব সৃষ্টি করে সাংবাদিকের ওপরে বিএনপি কর্মীর সন্ত্রাসী হামলা, গ্রেপ্তার-২

লক্ষ্মীপুরে বাড়ি ফেরার পথে সাংবাদিক তারেক মাহমুদের ওপরে মব সৃষ্টি করে হামলা ও হত্যাচেষ্টা চালানো হয়েছে।
শুক্রবার (৯ জানুয়ারি) বেলা সাড়ে ১১ টার দিকে পৌর শহরের ৪নং ওয়ার্ডের মৎস্য অফিসের সামনে এই হামলার ঘটনা ঘটে। এদিকে ঘটনার সাথে জড়িত শাহিন ও কিরণ নামে দু’জনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ।
আহত তারেক মাহমুদ দৈনিক নয়া দিগন্ত পত্রিকার মাল্টিমিডিয়া রিপোর্টার ও স্থানীয় অনলাইন গণমাধ্যম লক্ষ্মীপুর টাইমসের স্টাফ রিপোর্টার এবং যুমুনা টিভির ক্যামেরা পার্সন হিসেবে কাজ করছেন। তিনি বর্তমানে লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

তারেক মাহমুদ বলেন, লক্ষ্মীপুর থেকে তিনি মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। এমন সময় অপরিচিত একটি লোক মোটরসাইকেলের গতিরোধ করে উচ্চস্বরে গালমন্দ করতে থাকেন। কিছুক্ষণের মধ্যেই ২ টি রিকশা যোগে আরও কয়েকজন লোক এসে মব সৃষ্টি করে সন্ত্রাসী কায়দায় আমার ওপর হামলা ও হত্যা চেষ্টা করে। তারা পরিকল্পিতভাবে আমাকে হত্যার চেষ্টায় মারধর করে। এলাকাবাসী উদ্ধার না করলে আমি আজকে বেঁচে ফিরতে পারতাম না। তারা আমার চোখ নষ্ট করে দেওয়ার জন্য আমার চোখে বার বার চাবি দিয়ে উপড়ে ফেলার চেষ্টা করে।

এলাকাবাসী জানায়, স্থানীয় বিএনপিকর্মী কিরণ ও ফরিদ এই হামলার নেতৃত্বে ছিলো। তারা হামলার উপযুক্ত বিচার দাবি করেন।
এদিকে এই ঘটনায় লক্ষ্মীপুরের সকল সাংবাদিক নিন্দা, ক্ষোভ ও প্রতিবাদ এবং দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
হামলার ঘটনা শুনে ঘটনাস্থল পরিদর্শন করেছেন লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রেজাউল হক। এই ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

Facebook
X
LinkedIn
Telegram
WhatsApp
Email