পটুয়াখালীর বাউফলে এক ব্যবসায়ীর দোকানে লুটপাট, ভাঙচুর ও মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় ছাত্রদলের কয়েক নেতাকর্মীর বিরুদ্ধে।
শুক্রবার (৯ জানুয়ারি) দিবাগত রাত ৯টার দিকে উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নের চর ডিয়ারা চৌরাস্তায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে আবুল হোসেনের মালিকানাধীন একটি মুদি দোকানে স্থানীয় ছাত্রদল নেতা সোহেল রাঢ়ির নেতৃত্বে মুজাহিদ, জহিরুল ও সাইফুলসহ ১৫-২০ জন ব্যক্তি হামলা চালায়।
এ সময় দোকানে থাকা বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায় এবং দোকানের আসবাবপত্র ভাঙচুর করে।
এসময় বাধা দিতে গেলে দোকান মালিক আবুল হোসেনকে বেধড়ক মারধর করে। আবুল হেসেন জামায়াতের সমর্থক বলে জানা গেছে।
আহত আবুল হোসেন বলেন, “গত তিন-চার দিন ধরে সোহেল রাঢ়ি আমার কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে আসছিল। আমি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা আমার দোকানে হামলা চালায়।”
তবে অভিযুক্ত সোহেল রাঢ়ি অভিযোগ অস্বীকার করে বলেন, ” আমি কোনো চাঁদা চাই নাই । আবুল হোসেন বিগত দিনে আওয়ামী লীগ করেছে। কারা তার দোকান ভাংচুর করেছে আমি জানি না।”
এ বিষয়ে বাউফল থানার ওসি সিদ্দিকুর রহমান বলেন, “জামায়াতের আমির বিষয়টি আমাকে জানিয়েছেন। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
