গাংনীতে পৌর ছাত্রদলের সদস্য সচিব গাঁজা, চাঁদাবাজির টাকা ও জুয়ার সিমসহ আটক

মেহেরপুরের গাংনী পৌর ছাত্রদলের সদস্য সচিব শিশির আহমেদ শাকিলকে গাঁজা, নগদ টাকা ও অনলাইন জুয়ায় ব্যবহৃত একাধিক সিম কার্ডসহ আটক করেছে সেনাবাহিনী। রবিবার (১১ জানুয়ারী) ভোরে তাকে আটক করা হয়।

আটককৃত ছাত্রদল নেতা শিশির আহমেদ শাকিল গাংনী পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইদুল ইসলামের ছেলে। তাকে গাংনী শহরের নিজ বাড়ি থেকে সেনাবাহিনীর অভিযানে আটক করা হয়েছে।

আটককৃত ছাত্রদল নেতার কাছ থেকে ১শ গ্রাম গাঁজা, নগদ ৫৩ হাজার ১০০ টাকা এবং অনলাইন জুয়ায় ব্যবহৃত ৭টি সিম কার্ড উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে গাংনী সেনা ক্যাম্পের ক্যাপ্টেন মোল্লা রিফাত রায়হান।

তিনি জানান, একটি সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আমরা অভিযান চালিয়ে তাকে আটক করলে সে চাঁদাবাজির ঘটনার সত্যতা স্বীকার করে। তাকে তল্লাশি করে গাঁজা ও অনলাইন জুয়ার সিম কার্ডা পাওয়া যায়। তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার রায় বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃত ছাত্রদল নেতার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। এছাড়া তার কাছ থেকে উদ্ধার হওয়া নগদ অর্থ ও সিম কার্ডের সূত্র ধরে অনলাইন জুয়া সংক্রান্ত বিষয়টি তদন্তাধীন রয়েছে।

এদিকে আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং এ ধরনের অপরাধের সঙ্গে জড়িতদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।

Facebook
X
LinkedIn
Telegram
WhatsApp
Email