বালিয়াকান্দিতে সেনাবাহিনীর যৌথ অভিযানে উপজেলার প্রভাবশালী বিএনপি নেতা খোন্দকার মসিউল আজম চুন্নুসহ দুই নেতাকে আটক করেছে সেনাবাহিনী। রোববার দুপুরে রাজবাড়ী আর্মি ক্যাম্পের সদস্যরা বালিয়াকান্দি শহরের অদূরে দুবলাবাড়ী গ্রামের একটি ইটভাটায় অভিযান চালিয়ে মসিউল আজম চুন্নু ও পাপ্পু শেখকে অস্ত্রসহ আটক করে।
আটক মসিউল আজম চুন্নু বালিয়াকান্দি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক। তার বিরুদ্ধে চাঁদাবাজি, ট্রাফিক সার্জনকে মারধরের মামলাসহ ১৮টি মামলা রয়েছে। ২০২৪ সালে ৫ আগস্টের পর সাধারণ থেকে হয়ে গেছেন কোটি টাকার মালিক। এ সময়ে বহুতল বাড়ি নির্মাণ, ইটভাটা মালিকসহ হয়েছেন জমির মালিকও। তাদের কাছ থেকে একটি এয়ার রাইফেল, দুটি দেশীয় অস্ত্র, বিদেশি মদ, তিনটি ওয়াকিটকি, চার্জার, মোবাইল ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে।
রাজবাড়ী সদর থানার ওসি খোন্দকার জিয়াউর রহমান জানান, সেনাবাহিনী আটককৃত দুজনকে রাজবাড়ী থানায় হস্তান্তর করেছে। এ ব্যাপারে আইনি কার্যক্রম চলমান আছে।
