সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত মানবাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা শীর্ষক এক অনুষ্ঠানে বিএনপি নেতা মোশাররফ আহমেদ ঠাকুরের বক্তব্য ঘিরে বিতর্ক সৃষ্টি হয়েছে। অনুষ্ঠানটি গত শনিবার (১০ জানুয়ারি) ঢাকার সিরডাপ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। তিনি বেশিরভাগ ক্ষেত্রেই নিজেকে একজন সাংস্কৃতিক কর্মী হিসেবে পরিচয় দেন।
অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি বাংলাদেশসহ বিশ্বের মুসলিম নারীদের ব্যবহৃত পোশাক নিকাব নিয়ে কটুবাক্য উচ্চারণ করেন। তার এ বক্তব্যকে নারীর প্রতি অবমাননাকর বলে অভিহিত করছেন বিভিন্ন মহল। একই সঙ্গে এটি মুসলিম নারীদের দীর্ঘদিনের চর্চিত পোশাক ও ইসলামের পর্দা বিধানের প্রতি কটূক্তির শামিল বলে অভিযোগ উঠেছে।
তিনি বলেন, নেকাব মুসলমানদের ড্রেসই না। ইহুদি নারীরা যখন বেশ্যাবৃত্তি করতো তখন নেকাব পরতো।
বক্তব্যটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা নিয়ে সমালোচনা শুরু হয়। অনেকে বলছেন, মানবাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা বিষয়ক আলোচনার মঞ্চে এমন বক্তব্য নারী মর্যাদা ও ধর্মীয় অনুভূতির পরিপন্থী। এ ঘটনায় সংশ্লিষ্ট মহলে প্রতিক্রিয়া ও নিন্দা অব্যাহত রয়েছে।
