নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে এক বিএনপি নেতার নাম ভাঙিয়ে মহাসড়কে চলাচলকারী বালুর ড্রাম ট্রাক থেকে প্রতিদিন চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে। সোনারগাঁও উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুর রউফের নাম ব্যবহার করে উপজেলার আষাঢ়িয়ার চর এলাকায় এই চাঁদাবাজি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী চালকেরা। চাঁদাবাজি বন্ধে তারা সোনারগাঁও থানা পুলিশের সহযোগিতা চেয়েছেন।
ড্রাম ট্রাক চালকদের ভাষ্য, আষাঢ়িয়ার চর এলাকায় মেঘনা গ্রুপের একটি জমিতে বালু ভরাটের কাজ চলাকালে প্রতিদিন ৬০-৭০টি ট্রাক সেখানে বালু সরবরাহ করে। ওই স্থানে আব্দুর রউফের কর্মী পরিচয়ে জহিরুল ইসলাম জহির ও ইয়ানবি প্রতিটি ট্রাক থেকে ২০০ টাকা করে আদায় করেন। এতে প্রতিদিন ১২ থেকে ১৫ হাজার টাকা চাঁদা তোলা হয় বলে অভিযোগ। টাকা দিতে অস্বীকৃতি জানালে হামলা ও মারধরের হুমকিও দেয়া হয়।
আসাদুল্লাহ নামের এক চালক জানান, ফ্রেশ কোম্পানিতে বালু ঢোকাতে হলে ২০০ টাকা দিতে হবে বলে চাপ দেয়া হয়। টাকা না দিলে তাকে মারধরের চেষ্টা করা হয়। এ বিষয়ে আব্দুর রউফ বলেন, বালু ভরাটের কারণে মহাসড়কের পাশে যানজট তৈরি হয়েছিল। ট্রাকগুলো পাহারা দেয়া ও সিরিয়াল বজায় রাখার জন্য টাকা নেয়া হয়েছে। তবে চাঁদা উত্তোলনের অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত ইয়ানবি। সোনারগাঁও থানার পরিদর্শক রাশেদুল হাসান খাঁন বলেন, অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।
