গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ইয়াবাসহ গ্রেপ্তার ছাত্রদলের এক নেতাকে বহিষ্কার করেছে উপজেলা কমিটি।
সোমবার রাতে কোটালীপাড়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক লালন শেখ ও সাধারণ সম্পাদক নিলয় হাওলাদার স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে তাকে বহিষ্কার করা হয়।
বহিষ্কৃত রমজান শেখ (২৪) উপজেলার আমতলী ইউনিয়নের ঊনশিয়া গ্রামের মক্কেল শেখের ছেলে এবং ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক ছিলেন।
এর আগে রোববার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ঊনশিয়া গ্রামের ভাই ভাই বেকারির সামনে মাদক বিক্রির সময় ১২টি ইয়াবাসহ রমজান শেখ ও তার সহযোগী একই গ্রামের হারুণ শেখের ছেলে রাশেদ শেখকে (২৫) আটক করে গোয়েন্দা পুলিশ।
এ ঘটনায় কোটালীপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়। সোমবার সকালে রমজান ও রাশেদকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
ছাত্রদলের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে আমতলী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক রমজান শেখকে সংগঠনের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
