জুলাই সনদের আইনি ভিত্তি দিতে আয়োজিত গণভোটে ‘না’ দেওয়ার আহ্বান জানিয়ে ফতুল্লা থানা কৃষক দলের আহ্বায়ক জুয়েল আরমান বলেছেন, গণভোটে ‘হ্যাঁ’ জিতলে সংবিধানে ‘বিসমিল্লাহ এবং আল্লাহর’ নামে শুরু করলাম- এটা পরাজিত হবে।
রোববার (১১ জানুয়ারি) বিকালে ফতুল্লার পশ্চিম মাসদাইর এলাকায় খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা সমালোচনার ঝড় উঠে। অনেকেই বলেছেন ওই ব্যক্তি রাজনীতি করেন কিন্তু হ্যাঁ না ভোট সম্পর্কে তার ধারণা নেই।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপি জোটের প্রার্থী জমিয়তে উলামায়ে ইসলামের যুগ্ম মহাসচিব মুফতি মনির হোসাইন কাসেমী।
জুয়েল আরমান বলেন, আমি আরেকটি কথা বলে শেষ করব- আগামী ১২ তারিখ একটি গণভোটের আয়োজন করা হয়েছে। আমরা এই গণভোটের দিকে সবাই লক্ষ্য করব যে, যদি ‘না’ ভোট জয়যুক্ত হয়, তাহলে সংবিধানে ‘বিসমিল্লাহ এবং আল্লাহর নাম’ জয়যুক্ত হবে।
এবং যদি ‘হ্যাঁ’ ভোট জয়যুক্ত হয়, তাহলে সংবিধানে ‘বিসমিল্লাহ এবং আল্লাহর নামে শুরু করলাম’ এটা পরাজিত হবে। তাহলে যারা আমাদের ফতুল্লা চার আসনের ভোটার, তারা সবাই লক্ষ্য করে শুনবেন- আপনারা সবাই ‘না’ ভোটে ভোট দেবেন।
তিনি আরও বলেন, খেজুর গাছ প্রতীকে ভোট দিলে ধানের শীষ ভোট পাবে। আপনারা সবাই খেজুর গাছ প্রতীকে ভোট দেবেন। আমাদের প্রার্থী মনির হোসেন কাসেমী।
ফতুল্লা থানা কৃষক দলের সদস্য সচিব সুমন আহম্মেদের সঞ্চালনায় এ সময় আরও উপস্থিত ছিলেন- থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল বারী ভূঁইয়া, ফতুল্লা থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী, এনায়েতনগর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম চৌধুরী, ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেন রবিন, ফতুল্লা থানা শ্রমিক দলের আহ্বায়ক শাহ আলম পাটোয়ারী, সদস্য সচিব আল আমিন, ফতুল্লা থানা ওলামা দলের সভাপতি জিলানী ফকির, ফতুল্লা থানা তাঁতী দলের সভাপতি ইউনুস মাস্টার, ফতুল্লা থানা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. ইব্রাহিম, যুগ্ম আহ্বায়ক মোসলেম উদ্দিন মুসা প্রমুখ।
