বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের এক নেতার বিরুদ্ধে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তি বিএনপির ঢাকা-৬ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ইশরাক হোসেনের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছাত্রদল নেতা আব্দুর রহিম ভূঁইয়া।
থানা সূত্র জানায়, ভুক্তভোগী নারী গত ১৬ জানুয়ারি রাজধানীর ওয়ারী থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেন। অভিযোগে বলা হয়, অভিযুক্ত আব্দুর রহিম ভূঁইয়া বিয়ের আশ্বাস দিয়ে দীর্ঘদিন ধরে ভুক্তভোগীর সঙ্গে সম্পর্ক বজায় রাখেন এবং একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করেন। পরবর্তীতে বিয়েতে অস্বীকৃতি জানালে ভুক্তভোগী আইনের আশ্রয় নেন।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, অভিযুক্ত ব্যক্তি তার রাজনৈতিক পরিচয় ব্যবহার করে বিভিন্ন সময়ে ভুক্তভোগীকে মানসিক চাপ ও ভয়ভীতি প্রদর্শন করেন।
ওয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, অভিযোগটি নিয়মিত মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
অভিযোগের গুরুত্ব বিবেচনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করেছে। শনিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুর রহিম ভূঁইয়াকে তার সাংগঠনিক পদ থেকে সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
একই সঙ্গে সংগঠনের কার্যক্রম সচল রাখতে উক্ত কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিককে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের শৃঙ্খলা, আদর্শ ও নৈতিকতা অক্ষুণ্ন রাখতে এই সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর করা হয়েছে। এ সিদ্ধান্তে অনুমোদন দেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির।
ছাত্রদল সূত্র জানায়, তদন্তে অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্তের বিরুদ্ধে আরও কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
