আওয়ামী লীগ নিষিদ্ধের পিটিশনে বাধা দেওয়ার কথা স্বীকার সাবেক অ্যাটর্নি জেনারেলের

বিএনপির কেন্দ্রীয় মানবাধিকার বিষয়ক সম্পাদক মো. আসাদুজ্জামান ২০২৪ সালের ৮ আগস্ট অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব গ্রহণের পর আওয়ামী লীগ নিষিদ্ধের একটি পিটিশনের বিরোধিতা করার বিষয়টি নিজেই স্বীকার করেছেন।

সম্প্রতি দেওয়া এক বক্তব্যে তিনি জানান, জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে হাইকোর্টে একটি পিটিশন দায়ের করা হলে তিনি অ্যাটর্নি জেনারেল হিসেবে আদালতে দাঁড়িয়ে এর বিরোধিতা করেন। তিনি বলেন, একটি রাজনৈতিক আদর্শকে নিষিদ্ধ করার অধিকার কারও নেই—এই যুক্তিতে তিনি আদালতে আবেদনটির বিরুদ্ধে অবস্থান নেন এবং যাতে আওয়ামী লীগ নিষিদ্ধ না হয়, সে বিষয়ে হস্তক্ষেপ করেন।

মো. আসাদুজ্জামান বর্তমানে ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী। তার এই বক্তব্যের পর রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।

উল্লেখ্য, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে করা ওই পিটিশনটি নিয়ে সে সময় আদালতে শুনানি চলাকালে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে অ্যাটর্নি জেনারেলের ভূমিকা গুরুত্বপূর্ণ ছিল। মো. আসাদুজ্জামানের বক্তব্য অনুযায়ী, তার অবস্থানের কারণেই ওই নিষেধাজ্ঞা আরোপের উদ্যোগ এগোয়নি।

এ বিষয়ে বিএনপি বা সংশ্লিষ্ট অন্যান্য রাজনৈতিক দলের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি।

Facebook
X
LinkedIn
Telegram
WhatsApp
Email