ইউএনওকে শাসালেন বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান

অভিযুক্ত বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান

নেত্রকোনার কলমাকান্দা উপজেলার লেঙ্গুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কলমাকান্দা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান ভুইয়া কলমাকান্দার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদুর রহমানের সঙ্গে বাগবিতণ্ডতায় জড়ান। উপজেলার লেঙ্গুরা বাজারে সরকারি জমিতে মার্কেট নির্মাণ করা অবস্থায় ইউপি চেয়ারম্যানের ভাই মো পারভেজ নামের এক ব্যক্তিকে আটককালে ইউএনওর সাথে চেয়ারম্যান এই বিতর্কে জড়ান। এ সংক্রান্ত একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে।

ভিডিওতে দেখা গেছে, কেন মোবাইল কোর্ট করতে গেলেন স্থানীয় প্রশাসন তার কৈফিয়ত চান স্থানীয় ওই চেয়ারম্যান।

জানা গেছে, সরকারি জায়গা দখল করে অবৈধ ভাবে মার্কেট নির্মাণ করছিলেন স্থানীয় মো. পারভেজসহ কয়েকজন। এই খবরে উপজেলা প্রশাসন শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে ওই বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করে অভিযুক্ত পারভেজকে আটক ও অর্থদণ্ড করা হয়।

এরপর স্থানীয় ইউপি চেয়ারম্যান আসলে তাদের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। এসময় ইউপি চেয়ারম্যানকে বলতে শোনা যায় ‘আপনি কেন মোবাইলে কোর্টে আসলেন। কার কাছে জিজ্ঞেস করে আসছেন।’

চেয়ারম্যানকে জানিয়ে তার থেকে অনুমতি নিয়ে আসার কথাও বলছিলেন ওই চেয়ারম্যান। সেই সাথে চেয়ারম্যানের আইন মানতে হবে বলছিলেন।

কলমাকান্দা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাসুদুর রহমান জানান, সরকারি জায়গায় অবৈধ ভাবে মার্কেট নির্মাণ কাজ করছিলেন চেয়ারম্যানের ভাই মো. পারভেজ। একটি উঠিয়েও ফেলেছেন। পরে সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান গিয়ে আটক করে এবং অর্থদণ্ড করায় পরে চেয়ারম্যান এসে এই আচরণ করেন।

তবে এ ব্যাপারে জানতে চেয়ারম্যানের সাথে কথা বলতে মোবাইল ফোনে যোগাযোগের জন্য কল দিয়েও যোগাযোগ করা যায়নি।

এ ব্যাপারে জেলা প্রশাসক মো. সাইফুর রহমান জানান, সরকারি কাজে বাধা প্রদান ও এমন আচরণ সকল প্রমাণসহ ঊর্ধ্বতন জায়গায় পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা যা নেয় সরকার সেটাই নেবে।

Facebook
X
LinkedIn
Telegram
WhatsApp
Email