নোয়াখালী-৫ (কবিরহাট, কোম্পানীগঞ্জ ও সদর আংশিক) আসনের সদর উপজেলার নেয়াজপুর ইউনিয়নে জামায়াত মনোনীত প্রার্থীর সমর্থনে আয়োজিত নারীদের এক উঠান বৈঠকে হট্টগোল ও বাধার অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (২১ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় ইউনিয়নের ১নং ওয়ার্ডের দেবীপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নোয়াখালী-৫ আসনের জামায়াত প্রার্থী বেলায়েত হোসেন অভিযোগ করেন নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে নেয়াজপুর ইউনিয়নের দেবীপুর গ্রামের একটি বাড়িতে স্থানীয় নারী ভোটারদের নিয়ে উঠান বৈঠকের আয়োজন করা হয়। বৈঠক চলাকালীন হঠাৎ এক যুবক সেখানে উপস্থিত হয়ে কর্মসূচিতে বাধা প্রদান করেন।
তিনি আরও অভিযোগ করেন, ওই দলে থাকা স্থানীয় এক যুবদল কর্মী ছোটন উঠান বৈঠকে বাধা দেন এবং উপস্থিত কর্মীদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। হঠাৎ এই বাধা প্রদান এবং অকথ্য ভাষায় গালিগালাজ করায় উপস্থিত সাধারণ ভোটারদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিষয়টি ইতোমধ্যে আমরা প্রশাসনকে জানিয়েছি।
এ বিষয়ে নেয়াজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি কামাল উদ্দিন বাবুল জানান, “আমরা ঐক্যবদ্ধভাবে আন্দোলন করে একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করেছি। আমরা আমাদের প্রচারণা চালাবো, জামায়াত তাদের প্রচারণা চালাবে। কেন তাদের প্রচারণায় বাধা দেওয়া হবে? আমি ঘটনাটি শুনেছি। অভিযুক্তের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।”
