যশোরের সদর উপজেলার দেয়াড়া ইউনিয়নের ওয়ার্ড যুবদল নেতার ইয়াবা সেবনের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা বিরাজ করছে।
ভাইরাল হওয়া ছবির ব্যক্তির নাম জামাল হোসেন। তিনি দেয়াড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক বলে স্থানীয় সূত্রে জানা গেছে। প্রথমদিকে ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তৈরি বলে দাবি করলেও পরে তিনি স্বীকার করেন যে ছবিটি অনেকদিন আগের।
জামাল হোসেন দাবি করেন, আসন্ন নির্বাচনী কর্মকাণ্ডে প্রভাব বিস্তারের উদ্দেশ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা পরিকল্পিতভাবে ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিচ্ছে। তিনি এ ঘটনার জন্য জামায়াতের নেতাকর্মীদের দায়ী করেন।
এদিকে, সম্প্রতি সদর উপজেলার দেয়াড়া ইউনিয়নের ডুমদিয়া পূর্বপাড়া এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের কর্মীদের হেনস্তার অভিযোগ উঠেছে জামাল হোসেনের বিরুদ্ধে। বিষয়টি স্থানীয়ভাবে আলোচনা ও সমালোচনার জন্ম দিয়েছে।
এ বিষয়ে জামায়াতে ইসলামীর স্থানীয় নেতাদের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এমন ঘটনায় এলাকার রাজনৈতিক পরিবেশ আরও উত্তপ্ত হয়ে উঠতে পারে।
