নির্বাচনকে সামনে রেখে অবৈধ অস্ত্র কেনা ও মজুদ নিয়ে আলাপচারিতা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিএনপি নেতা বজলুর রহমান ওরফে ডন বজলুসহ তিন সহযোগীকে গ্রেপ্তার করেছে র্যাব সদস্যরা। র্যাব তাদের কাছে থেকে বিদেশি পিস্তল, ২ রাউন্ড গুলি ও ৫টি মোবাইল সেট উদ্ধার করেছে। শনিবার দুপুরে সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
শনিবার সন্ধ্যায় র্যাব-১১ এর অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল এইচএম সাজ্জাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃত বজলুর রহমান সোনারগাঁ উপজেলা বিএনপির সহ-সভাপতি পদে রয়েছেন। বজলু ব্যতীত অন্যান্য গ্রেপ্রতারকৃতরা হলেন কাঁচপুরের নাজমুল হকের ছেলে ইউসুফ ওরফে বাদল, মৃত সাদেক আলীর ছেলে সাইফুল এবং মৃত নূরউদ্দিন আহমেদের ছেলে আব্দুল জব্বার।
এর আগে, গত ২১ জানুয়ারি রাতে ভিডিওটি ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায়, বিএনপি নেতা বজলুর রহমান তার কর্মী সমর্থকদের নিয়ে গজারিয়ার মিয়ামি নামের একটি রেস্টুরেন্টে খাবার খাচ্ছিলেন। এসময় তার সঙ্গে থাকা ব্যক্তিদের মধ্যে একজনকে নির্বাচনকে সামনে রেখে সোনারগাঁ এলাকায় প্রচুর অবৈধ অস্ত্র মজুদ করা হচ্ছে বলে মন্তব্য করতে শোনা যায়। একই ভিডিওতে বজলুর পাশে বসা আরেকজনকে বজলুর কানে কানে বলতে শোনা যায় নির্বাচনের জন্য আমাদের আরও দুটি অস্ত্র দরকার। তাদের এই কথোপকথনে অবৈধ অস্ত্র মজুদের বিষয়টিও স্পষ্টভাবে উঠে আসে। এরপরই আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী তাৎপর হয়ে শনিবার তাকে গ্রেপ্তার করে।
