মেহেরপুর সদর উপজেলার গহরপুর গ্রামে জামায়াতে ইসলামী সমর্থিত নারী কর্মীদের হেনস্তার অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতিবাদ করলে জামায়াতের তিন পুরুষ কর্মীকে মারধর করা হয়েছে বলে অভিযোগ করেছে দলটি।
শনিবার বেলা ১২টার দিকে গহরপুর গ্রামে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে ভোট চাইতে গেলে এ ঘটনা ঘটে। আহতরা হলেন জামায়াতের স্থানীয় কর্মী আশরাফুল ইসলাম, সোহেল রানা ও আনসারুল ইসলাম।
নারী কর্মীরা জানান, তারা কয়েকজন নারী কর্মী ভোট চাইতে গেলে বিএনপির স্থানীয় নেতা আলেহিম ও হায়দারের নেতৃত্বে সাত থেকে আটজন ব্যক্তি তাদের হুমকি দেন এবং কোরআন শরীফ নিয়ে শপথ করানোর মিথ্যা অভিযোগ তুলে পরিস্থিতি উত্তপ্ত করে তোলেন। এর এক পর্যায়ে তাদের ওপর হামলা চালানো হয়। তারা আরও জানান, এক সপ্তাহ আগেও একই গ্রামে ভোট চাইতে তাদের বাধা দেওয়া হয়েছিল।
খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।
