চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় একটি মাদ্রাসার বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যুবদল নেতাকে দাওয়াত না দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত সাতজন আহত হয়েছেন। গতকাল দুপুরে দাঁতমারা ইউনিয়নের সরকারপাড়া স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসায় ঘটনাটি ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুপুরে মাদ্রাসার অনুষ্ঠান শেষে মাদ্রাসার সভাপতি আবদুল হান্নানের কাছে দাওয়াত না দেওয়ার কারণ জানতে চান স্থানীয় যুবদল নেতা ঘোষণা কবির। এ নিয়ে দুজনের মধ্যে তর্কবিতর্ক হয়। একপর্যায়ে কবির অভিযোগ করেন, দাওয়াত না দেওয়ার পেছনে ইউনিয়ন শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক তাজুল ইসলামের মদত রয়েছে।

Facebook
X
LinkedIn
Telegram
WhatsApp
Email