রংপুর সিটি কর্পোরেশনের রাধা বল্লভ এলাকার সালেমা গলিতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের তিন শিক্ষার্থীর ওপর হামলার অভিযোগ উঠেছে ছাত্রদলের বিরুদ্ধে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে রংপুর মহানগর বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
সংগঠনটির অভিযোগ, স্থানীয় মুদি দোকানদার রেজাউল ও তার সহযোগীরা ছাত্রদলের কর্মীদের সঙ্গে নিয়ে আরসিআইটি পলিটেকনিক্যাল শিক্ষার্থী ইমরান, রংপুর সরকারি কলেজের শিক্ষার্থী শাহাদাত হোসাইন ও শিহাব সরকারের ওপর দলবদ্ধভাবে হামলা চালায়। হামলায় তারা শারীরিকভাবে আহত হন বলে দাবি করা হয়েছে।
এক বিবৃতিতে রংপুর
মহানগর ছাত্রশিবির জানায়, শান্তিপূর্ণ ছাত্রদের ওপর এ ধরনের বর্বর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সংগঠনটি মনে করে, এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড সমাজকে অস্থিতিশীল করে এবং আইনের শাসনের প্রতি চরম অবজ্ঞা প্রদর্শন করে।
বিবৃতিতে আরও বলা হয়, হামলাকারীদের প্রশ্রয় দেওয়া হলে ভবিষ্যতে এর ভয়াবহ পরিণতি দেখা দিতে পারে। তাই রংপুরবাসীকে এ বিষয়ে সজাগ থাকার আহ্বান জানানো হয়।
ছাত্রশিবির অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত, দোষীদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। পাশাপাশি প্রশাসনের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলা হয়, ন্যায়বিচার নিশ্চিত না হলে ছাত্রসমাজ ও সচেতন নাগরিকরা আইনসম্মত কর্মসূচির মাধ্যমে প্রতিবাদ অব্যাহত রাখবে।
বিবৃতির শেষাংশে ছাত্রশিবির নেতারা বলেন, ছাত্রদের কণ্ঠ রোধ করা যাবে না এবং জুলুমের বিরুদ্ধে তাদের অবস্থান অটল থাকবে—ইনশাআল্লাহ।
