চুয়াডাঙ্গা-১ আসনের চিৎলা ইউনিয়নে বিএনপি মনোনীত প্রার্থী শরীফুজ্জামান শরীফের এক নির্বাচনী সভায় জামায়াতের নারী কর্মীদের বিবস্ত্র করার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতা মহসিন আলীর বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা ও সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
স্থানীয়দের বর্ণনা অনুযায়ী, নির্বাচনী প্রচারণা সভায় বক্তব্য দেওয়ার সময় মহসিন আলী অত্যন্ত কুরুচিপূর্ণ ভাষায় জামায়াতের নারী কর্মীদের আক্রমণ করেন। তিনি হুমকি দিয়ে বলেন, জামায়াতের নারী কর্মীরা যদি নির্বাচনী প্রচারণায় এলাকায় ঢোকে, তবে বিএনপির কর্মীরা সায়া (পোশাক) খুলে নিবেন। জনসমক্ষে একজন রাজনৈতিক নেতার এমন কুরুচিপূর্ণ ও সহিংস হুমকিতে হতবাক হয়েছেন স্থানীয় বাসিন্দারা।
এলাকাবাসীর অভিযোগ, শুধু হুমকিতেই সীমাবদ্ধ নেই বিষয়টি; চুয়াডাঙ্গা-১ আসনের বিভিন্ন এলাকায় জামায়াতের নারী কর্মীদের ওপর পরিকল্পিতভাবে নিপিড়ন চালানো হচ্ছে। স্থানীয় এক নারী বাসিন্দা জানান, “মহিলা জামায়াত কর্মীরা যখন বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করছেন, তখন তাদের পথরোধ করা হচ্ছে। অনেক জায়গায় তাদের গালিগালাজ করা এবং শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনাও ঘটছে।”
ভুক্তভোগী এক জামায়াত কর্মী অভিযোগ করেন, “আমরা গণতান্ত্রিক অধিকার অনুযায়ী শান্তিপূর্ণভাবে প্রচারণা চালাচ্ছি। কিন্তু বিএনপির কিছু উগ্র কর্মী আমাদের ওপর চড়াও হচ্ছে। বিশেষ করে মহসিন আলীর মতো নেতাদের উসকানিমূলক বক্তব্য মাঠ পর্যায়ে আমাদের কর্মীদের নিরাপত্তা ঝুঁকির মুখে ঠেলে দিয়েছে।”
এই ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন জামায়াতে ইসলামীর স্থানীয় নেতৃবৃন্দ। তারা অবিলম্বে মহসিন আলীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার এবং নির্বাচনী এলাকায় নারী কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য নির্বাচন কমিশনের হস্তক্ষেপ দাবি করেছেন। পুলিশ জানিয়েছে, বিষয়টি তারা খতিয়ে দেখছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তারা সচেষ্ট রয়েছে।
