স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ: ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাদের মারামারি

বরিশালের গৌরনদী মডেল থানা।

বরিশাল-১ আসনের গৌরনদীতে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করা নিয়ে ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাদের মধ্যে মারামারির অভিযোগ উঠেছে।

দুই সংগঠনের নেতা একে অপরের বিরুদ্ধে হামলা করে আহত করার অভিযোগ তুলেছেন।

মঙ্গলবার সকালে উপজেলার মাহিলারা বাজারে এ ঘটনা ঘটেছে বলে গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল জানিয়েছে।

তারা হলেন- উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রুবেল গোমস্থা, সদস্য জাফর হাওলাদার ও তার ভাই বুলবুল হাওলাদার এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক বায়জিদ সরদার, তার ভাই ওমর ফারুক সরদার ও মিরাজ সরদার।

জাফর হাওলাদার অভিযোগ করে বলেন, “সকালে স্বেচ্ছাসেবক দল নেতা বায়জিদ সরদার অভিযোগ তুলেন আমরা মাহিলাড়া বাজারে বসে স্বতন্ত্র প্রার্থীর (বিএনপির বহিস্কৃত নেতা আব্দুস সোবহান) ফুটবল মার্কার প্রচারণা করি।

“এ নিয়ে বাগবিতণ্ডার এক পর্যায়ে বায়জিদ ও তার দুই ভাই মিলে আমাকে এবং আমার ভাই বুলবুল হাওলাদারকে পিটিয়ে আহত করে।আমাদের দোকান ভাঙচুর করে।

তিনি আরও বলেন, “এর কিছুক্ষণ পর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রুবেল গোমস্তা বাজারে আসলে তাকেও মারধর করে বায়জিদ। তাকে হামলার খবর ছড়িয়ে পড়লে উত্তেজিত জনতা বায়জিদকে মারধর করে।”

রুবেল গোমস্তা অভিযোগ করেন, “উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা বায়জিদ সরদারের বিরুদ্ধে বাজারের মুচি থেকে শুরু করে সাধারণ মানুষের কাছ থেকে চাঁদাবাজি ও মাদক সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে।

“তার বেপরোয়া আচরণের কারণে ধানের শীষ প্রতীকের ব্যাপক ক্ষতি হচ্ছে। বিষয়টি আমি উপজেলা বিএনপির নেতৃবৃন্দকে অবহিত করেছি।”

অভিযোগ অস্বীকার বায়জিদ সরদার বলেন, ধানের শীষের প্রচার উপ-কমিটির সদস্য হওয়া সত্বেও ছাত্রদল কর্মী জাফর স্বতন্ত্র প্রার্থীর (বিএনপির বহিস্কৃত নেতা আব্দুস সোবহান) ফুটবলের হয়ে কাজ করছে এমন অভিযোগ আমাদের কাছে রয়েছে।

“বিষয়টি তার (জাফর) কাছে জিজ্ঞাসা করায় আমার উপর ক্ষিপ্ত হয়ে হামলা চালিয়েছে। বর্তমানে আমি হাসপাতালে ভর্তি রয়েছি।”

ওসি তারিক হাসান রাসেল বলেন, মাহিলার বাজারে নিজেদের মধ্যে মারামারির হয়েছে খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনীসহ নির্বাহী ম্যাজিষ্ট্রেটও ঘটনাস্থলে গিয়েছিল। কিন্তু তারা গিয়ে কাউকে পায়নি।

“তবে বিএনপি নেতারা জানিয়েছেন, নিজেদের মধ্যে একটু ভুলবোঝাবুঝি হয়েছে। মীমাংসা করে দেওয়া হবে।”

Facebook
X
LinkedIn
Telegram
WhatsApp
Email