ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাওলানা হুমায়ুন কবীরের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার ও তার দলের নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে।

এ বিষয়ে প্রতিবাদ জানাতে এবং প্রকৃত তথ্য জনসমক্ষে তুলে ধরতে বুধবার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় ভূঞাপুর প্রেস ক্লাব কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন তিনি। বাংলাদেশ জামায়াতে ইসলামী ভূঞাপুর উপজেলা শাখার উদ্যোগে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে এমপি প্রার্থী মাওলানা হুমায়ুন কবীর ও উপজেলা জামায়াতের আমীর মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন অভিযোগ করেন, একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে তাদের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে যাচ্ছে।

তারা জানান, এ সংক্রান্ত ঘটনায় ভূঞাপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন উপজেলা জামায়াতে ইসলামীর সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রবিউল আলম। অভিযোগে উল্লেখ করা হয়, সম্প্রতি ভূঞাপুর উপজেলার জগৎপুরা এলাকায় ভোট চাইতে গেলে স্থানীয় কয়েকজন ব্যক্তি তাদের বাধা দেয়। এ সময় অভিযুক্তরা ভোটারদের মাঝে টাকা বিতরণের মিথ্যা অভিযোগ তুলে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ে। এক পর্যায়ে তারা জামায়াত নেতাকর্মীদের মারধর করে, গলায় থাকা মাফলার টেনে ছিঁড়ে ফেলে এবং সঙ্গে থাকা একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। হামলার সময় তাদের সঙ্গে থাকা অন্য কর্মীদের ওপরও আক্রমণ করা হয় বলে অভিযোগ করা হয়েছে।

মাওলানা হুমায়ুন কবীর বলেন, ‘নির্বাচনী মাঠে জামায়াতের জনপ্রিয়তা ও গণসমর্থন দেখে প্রতিপক্ষ পরিকল্পিতভাবে অপপ্রচারে লিপ্ত হয়েছে। এসব অপপ্রচার সম্পূর্ণ ভিত্তিহীন, মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।’ তিনি সাধারণ জনগণকে গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে সত্য যাচাই করার আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামী ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় ভূঞাপুর প্রেস ক্লাবের বিভিন্ন গণমাধ্যমকর্মীরাও অনুষ্ঠানে অংশ নেন।

Facebook
X
LinkedIn
Telegram
WhatsApp
Email