অভিযোগ করেছেন বিএনপি থেকে বহিষ্কৃত ও ফুটবল প্রতীকের প্রার্থী আবদুস সোবহান।
বরিশালের গৌরনদী উপজেলায় বিএনপির ‘বিদ্রোহী’ স্বতন্ত্র প্রার্থীর প্রচারে বাধা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ সময় দুজনকে মারধার করা হয়।
শুক্রবার উপজেলার নলছিড়া ইউনিয়নের পিঙ্গলাকাঠি বাজার এবং সরিকল বন্দরে প্রচারে বাধা দেওয়ার অভিযোগ করেছেন বিএনপি থেকে বহিষ্কৃত ও ফুটবল প্রতীকের প্রার্থী আবদুস সোবহান।
বরিশাল-১ আসনে বিএনপি প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীক নিয়ে ভোট করছেন সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন।
আবদুস সোবহান বলেন, “সকালে পিঙ্গলকাঠী বাজারে বিএনপির নেতাকর্মীরা প্রথম দফায় আমাদের প্রচারে বাধা দেয়। পরে দুপুরে সরিকল বন্দর বাজারেও বাধা দেয়। এ সময় গৌরনদী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শাহ আলম ফকির ও কামাল হোসেন বিপ্লব মারধরের শিকার হয়েছেন। তাদের মোবাইল ও মানিব্যাগ নিয়ে গেছে। বিষয়টি প্রশাসনকে অবহিত করা হয়েছে।”
স্বতন্ত্র প্রার্থী বলেন, “নির্বাচন কমিশন যদি বলে দেয়, একদল ছাড়া কেউ প্রচার করবে না, তাহলে আমরা করব না। প্রচারে গিয়ে কোনো প্রার্থীর বিরুদ্ধে কটূক্তি করেনি। আমি দোয়া চেয়েছি। আমি যদি খারাপ মানুষ, দুষ্টলোক, সন্ত্রাসী ও চাঁদাবাজ হই তাহলে আমাকে ভোট দেবেন না।”
এ বিষয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইব্রাহিম বলেন, “অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে নির্বাহী হাকিম, পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তারা গিয়ে প্রার্থীকে প্রচার চালানোর ব্যবস্থা করে দিয়েছেন। যারা বাধা দিয়েছেন তাদের পাওয়া যায়নি। তাই প্রার্থীকে তদন্ত কমিটিতে অভিযোগ দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।”
এ বিষয়ে জানতে বরিশাল-১ আসনের বিএনপি প্রার্থী জহির উদ্দিন স্বপনের মোবাইলে ফোন করা হলে তিনি ধরেননি।
