গাজীপুর সদর উপজেলার বাঘের বাজারে জমি দখলের অভিযোগ অস্বীকার করে এক সংবাদ সম্মেলন করেছেন বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির সদস্য ইসলাম উদ্দিন। উপজেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত এ সম্মেলনে তিনি অভিযোগ করেন, “আমার বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং সম্পূর্ণ মিথ্যা।”
তিনি বলেন, “আমি কখনো জমি দখলে জড়িত ছিলাম না, নেই, হবোও না। বরং অভিযোগকারী শাখাওয়াত হোসেন নিজেই একজন বিতর্কিত ব্যক্তি, যার বিরুদ্ধে নানা অপরাধের অভিযোগ রয়েছে।”
ইসলাম উদ্দিন আরও জানান, কথিত ঘটনার সময় তিনি একটি দলীয় কর্মসূচিতে অংশ নিচ্ছিলেন এবং তার ভিডিও প্রমাণ রয়েছে। এ ঘটনাকে রাজনৈতিক ষড়যন্ত্র আখ্যা দিয়ে তিনি মিথ্যা মামলার সুষ্ঠু তদন্ত এবং হয়রানি বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। পাশাপাশি, নিজের ও পরিবারের নিরাপত্তা এবং সম্মানহানির প্রতিবাদে আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন গাজীপুর সদর উপজেলা শ্রমিক দলের সভাপতি সাইফুল ইসলাম, ভাওয়ালগড় ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম শরীফ এবং গাজীপুর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম শহীদ।
