বাজারের আধিপত্য নিতে বিএনপির রাব্বি নিহত

সিরাজগঞ্জের উল্লাপাড়া বাজারে জায়গা দখলকে কেন্দ্র করে বিএনপি দুই গ্রুপের ব্যাপক সংঘর্ষ শুরু হয়েছে। এ ঘটনায় এই রিপোর্ট লেখা পর্যন্ত (দুপুর ১.১০) মামুন (২৩) ও রাব্বি (২৫) নামে ২ যুবক নিহত হয়েছেন, আহত হয়েছেন অর্ধশতাধিক।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার (৭ আগস্ট) সকাল ১০টা হতে উল্লাপাড়া বাজারে জায়গা দখলকে কেন্দ্র করে আমিনুল ইসলাম ও বাবলু গ্রুপের মধ্যে এ সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষ চলাকালে বাজারের দোকানপাট ও ব্যাবসা প্রতিষ্ঠান ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী আসলেও সংঘর্ষ  অব্যাহত রয়েছে বলে জানা গেছে।

সংঘর্ষের এক পর্যায়ে  ইউসিবি ব্যাংক উল্লাপাড়া শাখায় অগ্নি সংযোগের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

Facebook
X
LinkedIn
Telegram
WhatsApp
Email