বিএনপিতে যোগ দিলেন জাতীয় পার্টির অর্ধশতাধিক নেতাকর্মী

টাঙ্গাইল জেলা জাতীয় পার্টি (কাদের) থেকে পদত্যাগ করে অর্ধশতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছেন। গতকাল সোমবার দুপুরে টাঙ্গাইল শহরের পুরাতন বাসস্ট্যান্ডে কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক ও টাঙ্গাইল-৫ (সদর) আসনে বিএনপির এমপি প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকুর নির্বাচনী কার্যালয়ে গিয়ে আনুষ্ঠানিকভাবে তারা বিএনপিতে যোগ দেন। এ সময় সুলতান সালাউদ্দিন টুকু নবাগতদের ফুল দিয়ে বরণ করে নেন।

যোগদানকারীদের মধ্যে রয়েছেন সদর উপজেলা জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক আবু সাইদ আজাদ, হুগড়া ইউনিয়নের সাবেক সম্পাদক মফিজুর রহমান, ৫ নম্বর ওয়ার্ডের সাবেক সভাপতি আব্দুল লতিফ, মগড়া ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মাহবুব হাসান, ৫ নম্বর ওয়ার্ডের সভাপতি জিন্নাহ খান প্রমুখ। তারা জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকুকে নির্বাচিত করতে তারা জাতীয় পার্টি থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগ দিয়েছেন।

এ সময় টুকু বলেন, ‘বিএনপি কখনো ক্ষমতার লোভে রাজনীতি করে না। বিএনপির রাজনীতি মানুষের অধিকার, ভোটাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য। আজ বিভিন্ন রাজনৈতিক দল থেকে নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে বিএনপিতে যোগ দিচ্ছেন- এটাই প্রমাণ করে বিএনপি এখন জনগণের আস্থার প্রতীক ও শেষ ভরসা। তিনি নির্বাচিত হতে পারলে সবাইকে সঙ্গে নিয়ে সন্ত্রাস, মাদক, চাঁদাবাজি ও কিশোর গ্যাংমুক্ত, নিরাপদ এবং আধুনিক টাঙ্গাইল গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।

এ সময় জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলীসহ বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook
X
LinkedIn
Telegram
WhatsApp
Email