টাঙ্গাইল জেলা জাতীয় পার্টি (কাদের) থেকে পদত্যাগ করে অর্ধশতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছেন। গতকাল সোমবার দুপুরে টাঙ্গাইল শহরের পুরাতন বাসস্ট্যান্ডে কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক ও টাঙ্গাইল-৫ (সদর) আসনে বিএনপির এমপি প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকুর নির্বাচনী কার্যালয়ে গিয়ে আনুষ্ঠানিকভাবে তারা বিএনপিতে যোগ দেন। এ সময় সুলতান সালাউদ্দিন টুকু নবাগতদের ফুল দিয়ে বরণ করে নেন।
যোগদানকারীদের মধ্যে রয়েছেন সদর উপজেলা জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক আবু সাইদ আজাদ, হুগড়া ইউনিয়নের সাবেক সম্পাদক মফিজুর রহমান, ৫ নম্বর ওয়ার্ডের সাবেক সভাপতি আব্দুল লতিফ, মগড়া ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মাহবুব হাসান, ৫ নম্বর ওয়ার্ডের সভাপতি জিন্নাহ খান প্রমুখ। তারা জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকুকে নির্বাচিত করতে তারা জাতীয় পার্টি থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগ দিয়েছেন।
এ সময় টুকু বলেন, ‘বিএনপি কখনো ক্ষমতার লোভে রাজনীতি করে না। বিএনপির রাজনীতি মানুষের অধিকার, ভোটাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য। আজ বিভিন্ন রাজনৈতিক দল থেকে নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে বিএনপিতে যোগ দিচ্ছেন- এটাই প্রমাণ করে বিএনপি এখন জনগণের আস্থার প্রতীক ও শেষ ভরসা। তিনি নির্বাচিত হতে পারলে সবাইকে সঙ্গে নিয়ে সন্ত্রাস, মাদক, চাঁদাবাজি ও কিশোর গ্যাংমুক্ত, নিরাপদ এবং আধুনিক টাঙ্গাইল গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলীসহ বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
