স্ট্যাম্পে সই করে বিএনপিতে যোগ দিলেন ছাত্রলীগ নেতা

পিরোজপুরে বাংলাদেশ ছাত্রলীগ থেকে আনুষ্ঠানিকভাবে অব্যাহতি নিয়ে জাতীয়তাবাদী দলে (বিএনপি) যোগ দেওয়ার ঘোষণা দিয়েছেন মো. আতিকুর রহমান খান হৃদয়। বুধবার স্ট্যাম্পে স্বাক্ষরিত অঙ্গীকারনামার মাধ্যমে তিনি ছাত্রলীগের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে বিএনপির রাজনীতিতে সক্রিয় হওয়ার কথা জানান।

বুধবার (১৪ জানুয়ারি) লিখিত অঙ্গীকারনামার মাধ্যমে মো. আতিকুর রহমান খান হৃদয় বাংলাদেশ ছাত্রলীগ থেকে অব্যাহতি নেন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল–এর সঙ্গে কাজ করার ঘোষণা দেন।

আতিকুর রহমান খান হৃদয় পিরোজপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বড় কলিশাখালী এলাকার বাসিন্দা। তিনি আব্দুল হান্নান খান ও আয়েশা সিদ্দিকার বড় ছেলে।

অঙ্গীকারনামায় এবং গণমাধ্যমে দেওয়া বক্তব্যে হৃদয় বলেন, ‘২০১৬–১৭ সালে আমাকে জোরপূর্বক বাংলাদেশ ছাত্রলীগ পিরোজপুর পৌর শাখার কমিটিতে সহসভাপতি পদে অন্তর্ভুক্ত করা হয়। ২০১৯–২০ সাল পর্যন্ত নামমাত্রভাবে ওই কমিটিতে ছিলাম। এরপর থেকে ছাত্রলীগের কোনো কার্যক্রমের সঙ্গে আমার সম্পৃক্ততা নেই। বর্তমানে আমি বিএনপিতে যোগ দিয়ে দলটির পক্ষে কাজ করতে চাই।’

তিনি আরও বলেন, ছাত্রলীগের সঙ্গে তার কোনো সাংগঠনিক বা রাজনৈতিক সম্পৃক্ততা দীর্ঘদিন ধরেই নেই এবং এখন তিনি স্পষ্টভাবে নিজের রাজনৈতিক অবস্থান তুলে ধরতে চান।

এ বিষয়ে হৃদয়ের বাবা আব্দুল হান্নান খান বলেন, ‘আমার ছেলে কখনোই ছাত্রলীগ বা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সরাসরি জড়িত ছিল না। কিন্তু সাম্প্রতিক সময়ে আমরা চরম মানবেতর জীবন যাপন করছি। প্রায়ই পুলিশ প্রশাসনের লোকজন আমার ছেলেকে খুঁজতে আমাদের বাড়িতে আসেন, যা আমাদের জন্য অত্যন্ত বিব্রতকর।’

তিনি দাবি করেন, তার ছেলে কোনো মামলার আসামি নন এবং কোনো আওয়ামী লীগ নেতাও নন। ‘আমরা জাতীয়তাবাদী চেতনায় বিশ্বাসী পরিবার। সে কারণেই আমার ছেলে এখন সম্পূর্ণভাবে বিএনপিতে যোগ দিয়ে দলটির পক্ষে কাজ করতে চায়,’ বলেন আব্দুল হান্নান খান।

Facebook
X
LinkedIn
Telegram
WhatsApp
Email