প্রচারণা মিছিলে নেতার নাম ঘোষণা না করায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

নির্বাচনী প্রচারণা মিছিলে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে

মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলায় নির্বাচনী প্রচারণায় বিএনপির দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন আহতের খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) উপজেলার দিঘিরপাড় ইউনিয়নের দিঘিরপাড় বাজার ও কামারখাড়া বাজার এলাকায় বিএনপি নেতা শামীম মোল্লা ও ওলিউল্লাহ খানের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বেলা ১২টার দিকে ধানের শীষের প্রচারণায় একটি মিছিল নিয়ে কামারখাড়া বাজারে গেলে সেখানে স্থানীয় একজন নেতার নাম ঘোষণা না করাকে কেন্দ্র করে প্রথম দফায় সংঘর্ষে জড়ায় বিএনপি নেতা সামিম মোল্লা ও ওয়ালীউল্লাহ খানের কর্মী সমর্থকরা সংঘর্ষে জড়ায়। একই ঘটনার জের ধরে দুপুর ১টার দিকে দীঘিরপাড় বাজার বাসস্ট্যান্ড এলাকায় দ্বিতীয় দফায় সংঘর্ষে জড়ায় তারা। এতে অন্তত ১০ জন আহত। এ সময় ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা হাতে দুপক্ষকে পাল্টাপাল্টি হামলা করতে দেখা দেখা গেছে।

টঙ্গিবাড়ী থানা ওসি মো. মনিরুল হক ডাবলু বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এ সংঘাতের ঘটনা। খবর পেয়ে ঘটনাস্থলের কাছে পুলিশ ফাঁড়ির সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। এতে বড় সহিংসতা এড়ানো সম্ভব হয়েছে। এখনো পর্যন্ত এ বিষয়ে কেউ লিখিত অভিযোগ করেনি। ঘটনাস্থলে পুলিশ রয়েছে।

Facebook
X
LinkedIn
Telegram
WhatsApp
Email