দুমকিতে উঠান বৈঠকে চেয়ারে বসা নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

পটুয়াখালীর দুমকিতে বিএনপির নির্বাচনী উঠান বৈঠকে চেয়ারে বসাকে কেন্দ্র করে দলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ধানের শীষ প্রতীকের প্রার্থী আলতাফ হোসেন চৌধুরী গ্রুপের এক সমর্থক গুরুতর আহত হয়েছেন। আহতের নাম আবু সায়েম খান (৪২)। তিনি শ্রীরামপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক। তাকে উদ্ধার করে দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাদুয়া শ্রীরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে।

প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রে জানা যায়, বৈঠকে জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি গ্রুপের একজন সিনিয়র নেতাকে বসার আসন না দেওয়াকে কেন্দ্র করে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে চৌধুরী গ্রুপের উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. জাকির হোসেন চেয়ার দখল করে রাখলে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল আলম মৃধা তাকে ধমক দেন। এতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

এ সময় শ্রীরামপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আবু সায়েম খান জাকির হোসেনকে সভা থেকে বাইরে নেওয়ার চেষ্টা করলে উভয় পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়। অভিযোগ রয়েছে, সাইফুল আলম মৃধার পক্ষের স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাসুদ মৃধা, ছাত্রসমন্বয়ক আমিনুলসহ ৫-৬ জন যুবক সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে আবু সায়েম খানের মাথা ফেটে যায় এবং তিনি গুরুতর আহত হন।

আহত সায়েম খানের সহকর্মীরা তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক জানান, তার মাথায় গভীর জখম হয়েছে এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

এ বিষয়ে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সাইফুল আলম মৃধা বলেন, দলীয় কর্মীদের মধ্যে সামান্য হাতাহাতির ঘটনা ঘটেছে। আমরা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। বড় ধরনের কোনো ঘটনা ঘটেনি। ঘটনার পর এলাকায় রাজনৈতিক অঙ্গনে আলোচনা ও উত্তেজনা বিরাজ করছে।

Facebook
X
LinkedIn
Telegram
WhatsApp
Email