নাটোরের বড়াইগ্রামে একইস্থানে বিএনপি’র ২টি অফিস করাকে কেন্দ্র করে বিএনপি’র দু’পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার সকালে উপজেলার আহম্মেদপুর বাজারে এ ঘটনা ঘটে। জানা যায়, নাটোর-৪ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আব্দুল আজিজের নির্বাচনী প্রচারণার লিফলেট বিতরণ অনুষ্ঠানের আগ মুহূর্তে স্থানীয় বিএনপি নেতাদের মধ্যে ২টি অফিসের নেতাকর্মীরা দুইস্থানে অবস্থান করেন। এ সময় উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির নেতৃবৃন্দ সকলকে একত্রিত হতে বললে কথা কাটাকাটি শুরু হয় এবং একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনায় সাবেক ওয়ার্ড সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির জোয়াড়ী ইউনিয়নের সমন্বয়ক কামাল হোসেন ও উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব সাজেদুর রহমান আহত হন। পুলিশ জানিয়েছে, সামান্য উত্তেজনা হলেও বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
