চট্টগ্রাম নগরে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ, গুলিবিদ্ধ সেই জিহাদ মারা গেছেন

চট্টগ্রামে ঈদের শুভেচ্ছা ব্যানার টাঙানোকে কেন্দ্র করে মহানগর বিএনপির দুপক্ষে সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ যুবকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (৩ এপ্রিল) ভোরে নগরের বেসরকারি একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

নিহত যুবকের নাম মো. জিহাদ (২৭)। তিনি নগরের লালখান বাজার এলাকার বাসিন্দা। তিনি নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল হালিম শাহ আলমের অনুসারী।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতার হোসেন বলেন, বিএনপির দুপক্ষের সংঘর্ষ ও গোলাগুলির ঘটনায় গুলিবিদ্ধ জিহাদ চিকিৎসাধীন অবস্থায় ১২ দিন পর আজ বৃহস্পতিবার ভোরে মারা গেছেন। ওই সংঘর্ষের ঘটনার পরদিনই আহত এক ভিকটিমের পরিবার বাদী হয়ে ১৫ থেকে ২০ জনকে আসামি করে একটি মামলা করেছে। মামলার তদন্ত কার্যক্রম চলমান আছে।

জানা গেছে, ২১ মার্চ রাত আটটার দিকে নগরের জিইসি মোড় এলাকায় ঈদ শুভেচ্ছা ব্যানার টাঙানো নিয়ে মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল হালিম শাহ আলমের অনুসারী ও নগর ছাত্রদলের সদস্যসচিব শরিফুল ইসলামের অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় উভয়পক্ষের মধ্যে গুলিবিনিময়ের ঘটনা ঘটে। এ সময় গুলিবিদ্ধ হন আবদুল হালিমের অনুসারী জিহাদ।

গোলাগুলির ওই ঘটনার পর খুলশী থানার ওসি মুজিবুর রহমানকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করার আদেশ দেন মহানগর পুলিশ কমিশনার হাসিব আজিজ।

Facebook
X
LinkedIn
Telegram
WhatsApp
Email