বিএনপির ২ গ্রুপের সংঘর্ষে আহত যুবকের মৃত্যু

ঝিনাইদহে আধিপত্য বিস্তারের জেরে বিএনপির দুই সংঘর্ষের ঘটনায় নাহিদ হোসেন (২৫) নামের আহত এক যুবকের মৃত্যু হয়েছে। গত শনিবার রাতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নাহিদ সদর উপজেলার দিঘিরপাড় গ্রামের আবু কালাম মোল্লার ছেলে। গতকাল রবিবার সকালে কালের কণ্ঠকে এ তথ্য নিশ্চিত করেছেন সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গত ২৮ এপ্রিল দিঘিরপাড় গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় বিএনপির দুটি গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়ে। ওই দিন হামলায় ঘটনাস্থলে মোশাররফ মোল্লা নামের এক বিএনপিকর্মী নিহত হন।

এদিকে গতকাল সকালে নাহিদের নিহতের খবর ছড়িয়ে পড়লে দিঘিরপাড় এলাকায় নতুন করে সংঘর্ষের আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় ওই এলাকায়।

Facebook
X
LinkedIn
Telegram
WhatsApp
Email